চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

বই নিষিদ্ধ হওয়া একজন লেখকের সবচাইতে বড় অর্জন।

নির্বোধরা যদি আপনাকে নিজের লোক ভাবতে শুরু করে, তারপর আপনি যত অন্যায়ই করেন না কেন তারা আপনারেই ডিফেন্ড করবে।

দুধ + ওট (যব) + কলা + খেজুর + বাদাম + ব্রেড = সুপার ফুড

আগে সকালের ব্রেকফাস্ট আর সন্ধ্যার সাফারে খেতাম। এখন থেকে সপ্তায় দুইদিন লাঞ্চেও খাবো। প্রোটিন নিয়ে যাবো ব্রেকফাস্ট আর সাফারে। তারমানে এখন থেকে সপ্তাহে পাঁচদিন পাঁচবার ভাত খাওয়া হবে। এটা সপ্তাহে দুইবারে নামিয়ে আনবো। ভাত থেকে বের হয়ে আসতেছি।

বাংলাদেশে শিক্ষার হার বেশি দেখানোর জন্য গত ১৫ বছর ধরে যে অটো পাশের ব্যবস্থা করা হয়েছিলো, সেটার আফটার ইফেক্ট আর কিছুদিন পরেই বাংলাদেশীরা টের পেতে শুরু করবে। এদেশের অধিকাংশ জবই দেখবেন ভারতীয়দের দখলে চলে গেছে। এখনি ইন্ড্রাস্ট্রিগুলোর টপ পজিশন ভারতীয়দের দখলে যেতে শুরু করেছে।

ChatGPT দিয়ে একাডেমিক কনটেন্ট জেনারেট যদি এখনি নিষিদ্ধ করা না হয় তাহলে আগামী ১৫/২০ বছরে পুরো পৃথিবীর এডুকেশন সিস্টেম বাংলাদেশের মত হয়ে যাবে। কাজ করার মত লোক খুঁজে পাওয়া যাবে না আর। এবং এটা ইনটেনশনালীই করা হবে বলে আমার মনে হচ্ছে।

আমরা জবলেস পৃথিবীর দিকে আগাচ্ছি।

ChatGPT টাইপ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সগুলো প্রফেশনাল ও একাডেমিক টেক্সট তৈরিতে অনেক স্মার্ট হলেও সাহিত্যের ক্ষেত্রে কিছুই করতে পারবে না। মানুশরে টাচ করা, হ্যাপি করা... এটা Ai এর পক্ষে অসম্ভব। ফলে, Ai নিয়া সাহিত্যিকদের চিন্তার কিছু নাই। ইনফ্যাক্ট, চতুর্থ শিল্প-বিপ্লব সাহিত্যিকদের কদর আরো বাড়াবে। কারণ এখন থেকে যত দিন যেতে থাকবে, পাবলিক ততই অসুখী হতে থাকবে। অসুখী লোকেরা সাহিত্য কনজিউম বেশী করবে।



Go Tesla gooooo…. HaHa
ইলন পাগলা তেসলারে প্রাইভেট কোম্পানী বানানোর পথে হাঁটতেছে। এটা করতে পারলে ইলন হবে পৃথিবীর প্রথম ট্রিলিওনিয়ার।



থিংকার কিডসের জন্য আমরা এই 7" e-Ink টাচ কালার ডিসপ্লে ডিভাইসটা ডিজাইন করেছি। আমেরিকার মার্কেটে এটা রিলিজ হবে। বাংলাদেশ মার্কেটে এধরনের প্রোডাক্ট কেমন চলতে পারে যাচাই করা হচ্ছে এখন। ডিভাইসের ক্ষেত্রে কোন প্রফিট না রেখে ২৫ হাজারে মার্কেটে দেয়া সম্ভব। সেই সাথে ৫ হাজার টাকার থিংকার ক্রেডিট (তাহলে ২০ হাজার টাকা খরচ পড়ে)।

এখন পর্যন্ত আমাদের মার্কেট এনালাইসিস বলে চলার সম্ভবনা কম। তবে, আমেরিকান মার্কেটে যদি আমরা অন্তত এক লাখ ইউনিট বিক্রি করতে পারি তাহলে বাংলাদেশ মার্কেটে সাবসিডি দিয়ে রিলিজ দেয়ার প্ল্যান আছে।
যারা বইটই পড়েন তারা বুক রিডার হিসেবে ২৫ হাজারে এই জিনিষ নিবে কিনা, সেটাও বুঝার চেষ্টা করছি। তাহলে থিংকার ক্লাউডের (eBook Reader) প্রোডাক্ট হিসেবেও এখানে রিলিজ দেয়া যায়।

সকল লেখকদের এইবারের বইমেলা বয়কট করা উচিত। যারা এই বয়কটে অংশ নিবে, তাদের বইগুলো অনলাইনে সবাই মিলে ফ্রি মার্কেটিং করে বিক্রির ব্যবস্থাও করা দরকার।

জনগনের ট্যাক্সের টাকায় চলা বাংলা একাডেমীর এই আচরণ কিছুতেই মেনে নেয়া উচিত না।

মানে, আপনাদের প্রতিপক্ষের প্রতি মানবিকতা দেখানো যাবে না। তবে— প্রতিপক্ষ কেন আপনাদের প্রতি অমানবিক, এই প্রশ্ন করা যাবে।

কেউ আপনাদেরকে নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করায় আপনি তারে ঘৃণা করেন। তারপর তার অসুস্থতায় হাহা দিয়া প্রমাণ করে দেন যে— তিনি আপনাদের বিষয়ে ঠিকই বলেছিলো।

যে ইসলাম বিদ্বেষের কারণে আপনি তারে ঘৃণা করেন সেই ইসলামও তো আপনার এই আচরণরে সমর্থন করে না। করে?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি