Go Tesla gooooo…. HaHa
ইলন পাগলা তেসলারে প্রাইভেট কোম্পানী বানানোর পথে হাঁটতেছে। এটা করতে পারলে ইলন হবে পৃথিবীর প্রথম ট্রিলিওনিয়ার।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।