সকল লেখকদের এইবারের বইমেলা বয়কট করা উচিত। যারা এই বয়কটে অংশ নিবে, তাদের বইগুলো অনলাইনে সবাই মিলে ফ্রি মার্কেটিং করে বিক্রির ব্যবস্থাও করা দরকার।

জনগনের ট্যাক্সের টাকায় চলা বাংলা একাডেমীর এই আচরণ কিছুতেই মেনে নেয়া উচিত না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।