অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
আগামী কয়েক বছরের ভেতরে একটা নতুন ক্যারিয়ার খুব পরিচিত হয়ে উঠবে। পুরোপুরি নতুন না অবশ্য, কিন্তু খুব অল্প লোকই এর সম্পর্কে জানে এবং যে স্কেলে এটা জনপ্রিয় হবে তাতে নতুন কিছুই মনে হবে।
সমস্যা হলো এটা এমন একটা জব যা লাখ লাখ কোটি কোটি লোকের বেকার হওয়ার কারণ হবে। একারণে এটা নিয়ে কথা বলবো কিনা বুঝতে পারছি না। এদিকে আমি বা আমরা কথা না বললেও বহু লোক এই জব করবে। বিশেষ করে ইন্ডিয়ানরা এই মার্কেট খুব দ্রুতই দখল করে ফেলবে। সেক্ষেত্রে বাংলাদেশীদের উপকারের জন্য হলেও আলোচনা করা উচিত। যদিও বহু বাংলাদেশীও জব হারাবে এই নতুন ক্যারিয়ারের কারণে।
আমি কনফিউডস!
গবেষকরা একটা ভার্চুয়াল দুনিয়া বানিয়ে সেখানে OpenAi (ChatGPT) পাওয়ারড ২৫টা আর্টিফিশিয়াল ক্যারেক্টার ছেড়ে দিয়েছে এরা কী করে দেখার জন্য।
ক্যারেক্টারগুলো রাতে ঘুমাতে যায়, সকালে উঠে নাস্তা খায়, কফি বানায়, একে অপরের সাথে দেখা হলে কুশল বিনিময় করে, জব করতে অফিসে যায়, ছবি আঁকে, লাঞ্চ-ডিনার করে, পরেরদিনের কাজকর্মের প্ল্যান করে ঘুমাতে যায়।

সিমুলেশনটার একটা রেকর্ডেড সংস্করণের লিংক দিলাম কমেন্টে। এখানে ক্লিক করুন।
আপনারে স্যাটিসফাই করার জন্য যদি ধনীরা দামী জিনিষ কেনা বন্ধ করে দেয়, তাহলে আপনি আরো গরীব হয়ে যাবেন।
ইকোনমিক্স ১০১
এয়ারপডস প্রো হারিয়ে যাওয়ার খবর শুনে আমার আম্রিকার পার্টনার এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন গিফট করার জন্য কিনে ছবি পাঠালো একটু আগে।

জগতের অন্যসকল চুরাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে— আমার দুই বছর পুরানা একটা ম্যাকবুক প্রো-ও আছে! :>
ইউটিউবার, টিকটকার ও কনটেন্ট ক্রিয়টরদের ভবিষ্যত যে কত খারাপ, তা আমার এই স্টিল ফটো + হাতে লেখা স্ক্রিপ্ট দিয়ে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে তৈরি করা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা Revolution 4.0 গ্রুপে আপলোড করেছি, এখানে ক্লিক করুন।
যাকাত দিয়ে কাউকে স্বাবলম্বী করতে হলে শুধু টাকায় কাজ হবে না, গাইডলাইনও দিতে হবে। ব্যাখ্যা কমেন্টে।
প্যারেন্টিং - ৬৯
আপনার বাচ্চারে ChatGPT ব্যবহার করা শেখান। বর্তমান এডুকেশন সিস্টেম যথেষ্ট না আগামীতে সার্ভাইব করার জন্য।

সহজ জীবন!
প্যারেন্টি - ৬৪
আপনার বাচ্চারা কী বই পড়ছে, কী কনটেন্ট কনজিউম করছে, তা মনিটর ও নিয়ন্ত্রন করা জরুরী। এই নিয়ন্ত্রনের বেলায় আপনেকে বেশ কৌশলী হতে হবে। এই কৌশলগুলো নিয়ে বিশদ আলোচনা করবো পরে। আপাতত কমেন্টে আপনার জানা কোন কৌশল শেয়ার করতে চাইলে— ওয়েলকাম!
ভার্সিটি লেভেলের ছেলে-মেয়েদের কনটেন্ট আপনি নিয়ন্ত্রন করতে পারবেন না ঠিকই, কিন্তু ছোটবেলা থেকে প্রপার প্যারেন্টিং দিলে এবং কাদেরকে বন্ধু বানাচ্ছে সেটা নিয়ন্ত্রন করতে পারলে ইনডাইরেক্টলি সেটাও ঠিক থাকে।
আম যেভাবে আমরা বাগান থেকে সরাসরি কিনি, তরমুজও এভাবে কেনার উদ্যোগ নিতে পারেন আপনারা। তাহলেই শুধু কৃষক বেঁচে থাকবে এবং আমরা ন্যায্য মূল্যে তরমুজ পাবো। অন্যসব কৃষি পণ্যেও এটা শুরু করতে হবে ধীরে ধীরে। এভাবেই একদিন সিন্ডিকেট ভেঙে পড়বে।