আগামী কয়েক বছরের ভেতরে একটা নতুন ক্যারিয়ার খুব পরিচিত হয়ে উঠবে। পুরোপুরি নতুন না অবশ্য, কিন্তু খুব অল্প লোকই এর সম্পর্কে জানে এবং যে স্কেলে এটা জনপ্রিয় হবে তাতে নতুন কিছুই মনে হবে।
সমস্যা হলো এটা এমন একটা জব যা লাখ লাখ কোটি কোটি লোকের বেকার হওয়ার কারণ হবে। একারণে এটা নিয়ে কথা বলবো কিনা বুঝতে পারছি না। এদিকে আমি বা আমরা কথা না বললেও বহু লোক এই জব করবে। বিশেষ করে ইন্ডিয়ানরা এই মার্কেট খুব দ্রুতই দখল করে ফেলবে। সেক্ষেত্রে বাংলাদেশীদের উপকারের জন্য হলেও আলোচনা করা উচিত। যদিও বহু বাংলাদেশীও জব হারাবে এই নতুন ক্যারিয়ারের কারণে।
আমি কনফিউডস!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।