এই মূত্যুর জন্য একটা ‘গাড়ল সমাজ’ দায়ী।
এই মূত্যুর জন্য ব্যাড প্যারেন্টিং দায়ী।
এই মূত্যুর জন্য মুখস্ত বিদ্যা নির্ভর শিক্ষা-ব্যবস্থা দায়ী যা থেকে অধিকাংশই একটা সার্টিফিকেট ছাড়া আর কিছু অর্জন করতে পারে নাই এবং গাড়ল হয়ে উঠেছে।
এই গাড়লেরা সার্চিফিকেট অর্জন ও সরকারী জব পাওয়ারেই সবকিছু মনে করে। এই গাড়লদের কাছে সার্টিফিকেট ও ইনস্টিটিউশনাল প্রাইডই সবকিছু হয়ে উঠেছে এবং এরা মিলে একটা আধা-শিক্ষিত অমানবিক ‘গাড়ল সমাজ’ তৈরি করছে।
যেদিন আমরা এই গাড়ল সমাজ ভেঙ্গে নতুন সমাজ তৈরি করতে পারবো সেদিন এধরনের দুঃখজনক মূত্যু ঠেকানো যাবে।
আমি হতাশাবাদী লোক না কিন্তু এসব দেখলে মাঝে মাঝে খুব হতাশ লাগে।
(যে পোস্টটা শেয়ার করতে গিয়ে এই ক্যাপশন দিয়েছিলাম ছয় ঘন্টা পর ৬৫০০+ শেয়ার ও ১৪০০০+ রিয়েক্ট পাওয়া সেই পোস্টটা লেখক সরিয়ে নিয়েছেন, তাই লিংক দেয়া যাচ্ছে না। এক ছাত্রের বিদেশি ভার্সিটিতে এডমিশন দিতে গিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার জন্য টাকা না পাঠাতে পারা ও একটা ব্যাংকের প্রতারণার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি।)
সকাল থেকে দুপুর একটা পর্যন্ত তিনবার লোডশেডিং হলো। কোথাও কিছু হয়েছে নাকি?
Ignoring the Vienna Convention is not a sign of strength but folly.
অ্যাপলের কিছু সেটাপ করতে গেলে কান্ট্রি লিস্টে আপনি সব দেশ পাবেন কিন্তু বাংলাদেশ পাবেন না। নেপাল, ভুটান এমনকি বারমুডা পর্যন্ত আছে কিন্তু বাংলাদেশ নাই।
কেন?
’আদার বেপারীর জাহাজের খবর’ বাগধারা যে বানিয়েছে, ওরে জানিয়ে দাও—
আদার কেজি ৩৭০ টাকা!
আমাদের ICT এডুকেশন...
সাইক্লোন মকা কিন্তু এখনো শেষ হয় নাই, সে বার্মা ঘুরে বেড়াচ্ছে। বাই দ্য ওয়ে, আরেকটা ঘূর্নিঝড় নাকি জট পাকাচ্ছে। আগেরটা নিয়ে অতিরঞ্জনের ফলে নতুনটারে একেবারে উড়িয়ে দিয়েন না। নজরে রাইখেন।
ঘূর্নিঝড়ের কেন্দ্র থেকে একটু দূরে সর্বোচ্চ ৫১ নট গতি দেখাচ্ছে। আজকে দুপুরেও যা ছিলো ১১৩ নট। ৫১ নট = ৫৮-৫৯ মাইল/ঘন্টা। এটা একটা গুড নিউজ!
আমরা একবার ট্রলারে করে ৩ নাম্বার বিপদ সংকেতের ভেতরে টেকনাফ থেকে সেন্টমার্টিন গিয়েছিলাম। আমাদের সাথে টেকনাফ থেকে একটা বড় শিপও রওনা দিয়েছিলো। নাফ নদীর মোহনায় গিয়ে সেটা ইউটার্ন নিয়ে টেকনাফ ফেরত যায়।
৩নং সংকেতেই সমুদ্রের যে রূপ দেখেছি, ৮ ও ১০ নং সংকেতে সেন্টমার্টিন থেকে লোকজনকে সরিয়ে নেয়া কিভাবে সম্ভব? কোন ভাবেই সম্ভব না!
আবহাওয়া ও সমুদ্র সম্পর্কে ধারণা না থাকায় হয়তো লোকজন এরকম দাবী করতেছে। যাদের ধারণা আছে, তাদের উচিত বিষয়টা অন্যদের বুঝানো।