অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
বড়-ছোট নির্ধারণ করতে গেলেই প্রতিযোগীতা চলে আসে। পার্টনার তখন কম্পিটিটরে পরিনত হয়। কম্পিটিটররা কখনো একে অপরের আপন হয় না।
একটি নারীবাদী গাড়ি।
দুইদিন ধরে মাথা ব্যথা, গলা ব্যথা আর জ্বর জ্বর। কাজকর্ম সব বাদ দিয়ে নিজেকে সময় দিচ্ছি। নিজের চাইতে আপন তো আর কেউ না।
আসকে আমার মন বালো নেই।
অ্যাবিউস না করলে ফেসবুকের Crisis Response টুলটা বেশ কাজের একটা জিনিষ। বন্যাদূর্গত এলাকার আওতায় আমার ফ্রেন্ড লিস্টের ৯৮ জন আছে দেখলাম, তার ভেতরে ১৪জন নিজেকে সেফ মার্ক করেছে। এই ১৪ জনের মাঝে আমার পরিচিত কয়েকজন আছে। তারা নিরাপদ আছে জেনে ভালো লাগছে।
এর সাথে আরেকটা ছোট ফিচার যদি ফেসবুক যোগ করতো, এরকম যে— কারো কোন সাহায্য দরকার, সে ওখানে সেটা ফ্ল্যাগ করে দিলো। যেমন, কারো একটা নৌকা দরকার। এই Crisis Response টুল থেকেই যদি সেটা জানা যেত তাহলে হয়তো ফেসবুকে থাকা পরিচিত কাছের কেউ সাহায্য করতে এগিয়ে যেতে পারতো।
আমি ভাবতেছি এরকম একটা Crisis Response টুল মডিউল হিসেবে যোগ করবো থিংকার ক্লাবে। যারা Thinkr CP ব্যবহার করে নিজেদের ক্লাব/সংগঠন ম্যানেজ করবেন, তারা এই মডিউলটা ফ্রি পাবেন। ফলে, নিজেদের ক্লাবের সদস্যদের কেউ এধরনের দুর্যোগে একে-অপরকে হেল্প করতে পারবে।
পুনশ্চঃ এরকম বিপদে পড়ে হেল্প চাওয়ার একটা প্লাটফর্ম নিয়ে কাজ করছে এরকম কয়েকজন আমার অফিসে এসেছিলো দুই বছর আগে। তারা সম্ভবত আর আগাতে পারে নাই। আসলে, শুধুমাত্র এরকম একটা হেল্প চাওয়ার প্লাটফর্ম দাঁড় করানো কঠিন, যেহেতু এটা থেকে রেভিনিউ জেনারেট পসিবল না (কিংবা উচিতও না)। কিন্তু যারা বিভিন্ন সংগঠন চালায়, তারা নিজেদের সংগঠনের অংশ হিসেবে এটা চালু করতে পারেন। তাতে তাদের সংগঠনের সদস্যদের মাঝে একটা নিরাপত্তাবোধ তৈরি হবে। যে— 'আমি বিপদে পড়লে তো আমার সংগঠনের অন্য সদস্যরা এগিয়ে আসবেন।'
Thinking is difficult, that's why most people judge. — Carl Jung
বৃষ্টিতে ফ্লাড হলে সেটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে না। এটা অযোগ্যতা ও অব্যবস্থাপনার ফল।
Let the rain wash away everything…
সূর্য যে চাঁদের চাইতে বেশী সুন্দর, এটা আমরা খুব কমই খেয়াল করি। বাট হোয়াই?
"ব্রলোকেরা হাজার কোটি টাকা লুটপাট করতেছে তাই আমার 'ছোট' অপরাধরে অপরাধ বলা যাবে না।"
এধরনের জাস্টিফিকেশন দেয় বাংলা সিনেমা। এই মানসিকতা বাঙালির ভেতরে কি বাংলা সিনেমা থেকে ঢুকছে নাকি বাংলা সিনেমা বাঙালিরে দেখে শিখছে, এটাই বুঝার চেষ্টা করে যাচ্ছি বহুবছর ধরে।