চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

অনেকেই অবাক হয়, ইলন মাস্ক দিনে চোদ্দটা টুইট কিভাবে করে ভেবে। অরা জানে না, লেখালেখি স্ট্রেস ম্যানেজমেন্টে কতটা হেল্প করে!

এখানে
আর্জেন্টিনা নিয়া বাজে কথা বললেই ৩০ দিনের Snooze দেয়া হয়।

যাদের কম্পিউটার নাই এবং কেনার সামর্থ কম তারা স্মার্টফোন বেচে দিয়ে হলেও কম্পিউটার কিনে রাখেন। কিছুদিন পর কম্পিউটারের দাম এত বাড়বে যে আর কিনতে পারবেন না। স্কিল ডেভেলপমেন্টের জন্য কম্পিউটার থাকা জরুরী এখন।

লস ঠেকাতে ফেসবুক ১১ হাজার লোক ছাঁটাই করেছে। তাও যদি শেষ রক্ষা না হয় আর ফেসবুক বন্ধ হয়ে যায়, কী করবে পাবলিক?

যাহোক, ফেসবুকে যারা লেখালেখি করেন তারা নিজেদের পোস্টগুলোর একটা ব্যাকাপ নিয়ে রাখেন। পোস্ট ব্যাকাপ নেয়ার জন্য Setting > Privacy > Your FaceBook Information > Download profile information -এ গেলে ব্যাকাপ করার অপশন পাবেন (স্ক্রিনশট দ্রষ্টব্য)।

সবকিছু একসাথে ব্যাকাপ না নিয়ে প্রথমে শুধু পোস্ট ব্যাকাপ করতে পারেন। কারণ, সাইজ খুব বড় হয়ে যায়। আর যারা অনেক বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন, তাদের ব্যাকাপ জেনারেট হতে প্রচুর সময় লাগতে পারে। ব্যাকাপ রিকোয়েস্ট দিয়ে অপেক্ষায় থাকেন, নোটিফিকেশন দিয়ে জানাবে কখন ডাউনলোড করতে পারবেন।

বিজনেসরে কালচারের সাথে ইন্টিগ্রেটেড করতে পারলে সাকসেস নিশ্চিত। গুড মুভ পাঠাও!

একটা Keychron K8 (Optical Mechanical) কীবোর্ড অর্ডার দিয়েছি। আমার বোন আমারে অ্যাপলের ম্যাজিক মাউস আর কীবোর্ডের (গিফট দেয়ার) লোভ দেখিয়ে এই অর্ডার ক্যান্সেল করার জন্য পটাচ্ছে। বলতেছে আমার ১০০ ডলারের কীবোর্ড ভার্সেস অ্যাপলের ১৩০ ডলারের কীবোর্ড ও ১০০ ডলারের ম্যাজিক মাউস। ডিসাইড!

আমি Keychron K8 নেয়ার সিদ্ধান্তেই অটল আছি। ইউজিবিলিটি আর পারফর্মেন্সে এই ১০০ ডলারের Keychron অ্যাপলের ১৩০ ডলারের ম্যাজিক কীবোর্ড থেকে শতগুন ভালো।

মোরাল অব দ্য স্টোরিঃ বিশ্বের এক নাম্বার ব্রান্ড আর দামই সবকিছু নহে! ব্রান্ড স্লেভ হওয়া বোকামী।

বহু কোম্পানী রিক্রুটমেন্ট বন্ধ রেখেছে। এর সাথে এখন যুক্ত হচ্ছে ছাঁটাই। বিশেষ করে টেক জায়ান্টদের ছাঁটাই চোখে পড়ার মত! উইন্টার ইজ কামিং টু অল!

বঙ্গোপসাগরে কি সীউইড (Seaweed) পাওয়া যায়? গেলে এটা হারভেস্ট করার কোন উদ্যোগ নেয়া যায়। আমরা যে বড় ধরনের বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের নিউট্রিশন সমস্যার একটা ভালো সমাধান হতে পারতো সীউইড।

পেইড সোশ্যাল মিডিয়ার সবচাইতে ভালো দিক হবে এর কনটেন্ট কোয়ালিটি। হাবিজাবি পোস্ট দেয়ার জন্য পে করতে রাজী হবে, এরকম লোক কম। আবার ভালো পোস্ট দিলে পেইড সাবসক্রাইবারও পাওয়া সহজ হবে।

আরেকটা ভালো ব্যাপার হলো— ফেসবুক সেলেব টাইপ কিছু তৈরি হবে না।

ধরেন আমার লেখা পড়ার জন্য আপনাকে বছরে এক ডলার করে পে করতে হবে। আমার প্রায় ২৫ হাজার ফ্রেন্ডস এন্ড ফলোয়ারদের ভেতরে তখন কতজন থাকবে?

হাজার পাঁচেক লোক বছরে এক ডলার পে করলেই একজন লেখকের জন্য আর কিছু লাগে না কিন্তু! তখন সে স্বস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে কাজের জিনিষ লিখবে।

Paid social media is the future! Mark my word

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি