বঙ্গোপসাগরে কি সীউইড (Seaweed) পাওয়া যায়? গেলে এটা হারভেস্ট করার কোন উদ্যোগ নেয়া যায়। আমরা যে বড় ধরনের বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের নিউট্রিশন সমস্যার একটা ভালো সমাধান হতে পারতো সীউইড।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।