স্যাটায়ার

এয়ারপডস প্রো হারিয়ে যাওয়ার খবর শুনে আমার আম্রিকার পার্টনার এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন গিফট করার জন্য কিনে ছবি পাঠালো একটু আগে।



জগতের অন্যসকল চুরাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে— আমার দুই বছর পুরানা একটা ম্যাকবুক প্রো-ও আছে! :>

রাশিয়ান কৌতুকিভস্কি!

আশ্চার্য, লোকগুলো রেগে গেল কেন! বস্ত্র ও পাট মন্ত্রনালয় ভালো ছেলে। সে গাঁনজা পাতা চিনে না, পাট ক্ষেতও না... দ্যাশে ভালো ছেলেদের আজকাল কেউ দাম দেয় না!

সিরিয়াসলি একটা কথা বলি। গাঁজার একটা ছোটভাই জাত আছে যেটারে হ্যাম্প বলে। এই হ্যাম্পের তন্তু পাট থেকেও অনেকগুন ভালো ও দামী। বস্ত্র ও পাট মন্ত্রনালয় হয়তো হ্যাম্প চাষের কথা ভাবছে। আমি এপ্রিশিয়েট করবো বিষয়টা। কিছুদিন আগেই আম্রিকা থিকা ১৪ হাজার টাকা দিয়া একটা হ্যাম্প ব্যাগ অর্ডার করছিলাম। দেশে উৎপাদন হলে আরো কম দামে আমরা হ্যাম্প প্রোডাক্ট পাবো।

আসলে বলতে চাচ্ছে— বিয়েটা করো আগে, বোঝবা পরে মনু!



ওকে! :|

হাহাহিহি শীত পড়েছে আমাদের উত্তরা গ্রামে!
এ্যঁই, কফি খাবা নাকি?

তোমাদের ভালুবাসায়…

প্রশ্নঃ মনে করেন আপনি এক হাজার টাকা উপার্জন করলেন। সেখান থেকে সরকার ২৫% হারে ২৫০ টাকা কেটে নিলো। তারপর আপনার ট্যাক্সের টাকায় চলা প্রতিষ্ঠান আপনারই ট্যাক্সের টাকায় একটা অনুষ্ঠান করলো, সেখানে আবার ৫০০ টাকা দিয়ে টিকেট কেটে ঢুকতে হলো।

এখন আপনি কত পার্সেন্ট ট্যাক্স দিলেন?

পূর্ণমান - ২০

কাডলের বার্গার খাইয়ে তাক লাগিয়ে দেব তোমাকে, প্রিয়তমা!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি