আশ্চার্য, লোকগুলো রেগে গেল কেন! বস্ত্র ও পাট মন্ত্রনালয় ভালো ছেলে। সে গাঁনজা পাতা চিনে না, পাট ক্ষেতও না... দ্যাশে ভালো ছেলেদের আজকাল কেউ দাম দেয় না!
সিরিয়াসলি একটা কথা বলি। গাঁজার একটা ছোটভাই জাত আছে যেটারে হ্যাম্প বলে। এই হ্যাম্পের তন্তু পাট থেকেও অনেকগুন ভালো ও দামী। বস্ত্র ও পাট মন্ত্রনালয় হয়তো হ্যাম্প চাষের কথা ভাবছে। আমি এপ্রিশিয়েট করবো বিষয়টা। কিছুদিন আগেই আম্রিকা থিকা ১৪ হাজার টাকা দিয়া একটা হ্যাম্প ব্যাগ অর্ডার করছিলাম। দেশে উৎপাদন হলে আরো কম দামে আমরা হ্যাম্প প্রোডাক্ট পাবো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।