চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

সহজ জীবন - ১৪

মানুষ মোটিভেশন হারায় মূলত গোলের অভাবে। আবার গোল কী, তা না জানার কারণে অনেকের জীবনে কোন গোল নাই। টাকা-পয়সা উপার্জন, ভালো ক্যারিয়ার, জনপ্রিয়তা অর্জন, এগুলোর কোনটাই গোল না। এগুলো মাইলস্টোন।

আপনার জীবনে গোল আছে কিনা, এটা কিভাবে বুঝবেন? সহজ একটা উপায় আছে। আপনার বেশীরভাগ কাজের উদ্দেশ্যই যদি হয় অন্যরে কনভিন্স করা, তাহলে ধরে নিতে পারেন আপনার কোন গোল নাই।

গত বছর করোনার সময়ে এক্সারসাইজ করার জন্য অর্ডার দিয়েছিলাম। ফাইনালি ৭ মাস পর ইভ্যালি আমার সাইকেল দিয়েছে।

থ্যাংকিউ পিএম!

অলস বসে থাকলে আমার মাথায় নানা ধরনের গল্প ঘুরতে থাকে। অলস মস্তিস্ক যে শয়তানের কারখানা, এটা আমি তখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাই। তো একদিন এক রেস্টুরেন্টে ঢুকেছি। কেউ অর্ডার নিতে আসে না আমারো তাড়া নাই। শয়তানের কারখানায় নানা ধরনের গল্প তৈরি হতে লাগলো। ঐদিন ফানি কিছু গল্প ঘুরছিলো। নিজে গল্প বানাই নিজেই হাসি।

- এক্সকিউজ মী!

রাগী রাগী এক মেয়েকে আমার টেবিলের সামনে দাঁড়ানো অবস্থায় আবিষ্কার করলাম। শয়তানরা সব ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু একটা শয়তান মনে হয় যায় নাই। বাকীটুকু পড়তে এখানে ক্লিক করুন।

মানুষ নিজের গুরুত্ব বুঝতে পারে না বলেই বিভিন্ন বিষয় ও বস্তু নিয়ে অহংকার করে। লোক দেখানে কাজকর্ম করে।

আপনি কথা বলে মানুষকে যতটুকু মুগ্ধ করতে পারবেন কথা শুনে তারচাইতে বেশী পারবেন।

বহু বছর আগে ডেল কার্নেগী বলে গেছিলেন। এখনো একইরকম আছে ব্যপারটা।

মেয়েরা খালি আমার চারপাশে ঘুরঘুর করে, আমাকে নিয়ে সঙ্গীত রচনা করতে চায়। বিরক্ত হয়ে মশারীর ভেতরে চলে আসলাম। তোমরা এইবার মশারীর বাইরে বইসা থাকো মশা আপুরা!

পৃথিবীর টপ বিলিওনিয়াররা কৃষি জমিতে ব্যপক ইনভেস্ট করতেছে। বিলগেটস আমেরিকায় সবচাইতে বেশী কৃষি জমির মালিক এখন। বলতে পারেন আমেরিকার নাম্বার ওয়ান কৃষক। জেফ বেজস আছে ২৫ নাম্বারে। কৃষিই যে পৃথিবীর ভবিষ্যত, এটা তারা কৃষিপ্রধান বাংলাদেশীদের চাইতে ভালো বুঝেছে।

পৃথিবীর সকল মানুষ যদি যথেষ্ঠ জ্ঞানী হতো, তাহলে পৃথিবীতে এত দেশ তৈরি হতো না। আর এই দেশ সিস্টেম যদি না থাকতো, তাহলে বাংলাদেশের এই ভূমি কৃষি কাজের জন্য সংরক্ষিত থাকতো। এখানে শহর-কল-কারখানা তৈরির অনুমতি থাকতো না। শুধুমাত্র কৃষকদের থাকার অনুমতি দেয়া হতো আর তাদের শিক্ষার জন্য কিছু এগ্রিকালচার একাডেমি। এত বড় সমতল ও উর্বর ভূমি পৃথিবীর আর কোথাও নেই।

Ai যদি কখনো পুরো পৃথিবী নিয়ন্ত্রনের সুযোগ পায়, তাহলে এটা ঘটতে পারে।

The Post Corona Era

২০২০ এর মাঝামাঝি কিংবা ২০২১ সাল থেকে আমরা এই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। তথ্য-প্রযুক্তির বিকাশের কারণে গত বিশ বছর ধরে পৃথিবী অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছিলো। পোস্ট করোনা এরা যুক্ত করেছে নতুন আরেকটা ডাইমেনশন। অতীতের হিসাব-নিকাশ এমনিতেই অচল হয়ে পড়েছিলো এখন পুরোপুরি বদলে যাবে।

করোনা পরবর্তী যুগের হিসাব নিকাশ যারা বুঝবে না তারা ক্যারিয়ার, ব্যবসা-বানিজ্য, রাজনীতি; কোনটাতেই ভালো করতে পারবে না।

ভবিষ্যতে স্মুথ জীবন চাইলে কোন কৃষকরে বিয়ে করেন যার অনেক জমি আছে। এবং কৃষি বিষয়ে ডিগ্রী না থাকুক, সেল্ফ স্টাডি যেন থাকে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি