চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

সতর্কতা ভালো কিন্তু প্যানিক সৃষ্টি করা ভালো না। ইংরেজীতে একটা শব্দ আছে— exaggerate যার ভালো বাংলা পরিভাষা নেই। এর কাছাকাছি একটা শব্দ হচ্ছে ‘অতিরঞ্জন’। এই exaggeration এর ফলে লোকজন পরে অসল বিপদের সময় আর পাত্তা দেয় না। এটা হচ্ছে ‘বাঘ এলো বাঘ এলো’ টাইপ ব্যাপার। পরে দেখবেন আসল দূর্যোগের সময় লোকজন আর সতর্ক হচ্ছে না।

খেয়াল করে দেখেন— গত বছর ঘূর্ণিঝড় সিত্রা নিয়ে exaggeration করায় এবছর কিন্তু ঝড়ের আগের দিন পর্যন্ত পাবলিক ওভাবে পাত্তা দেয়নি। তারপর যখন প্রচার শুরু হলো— ‘ঝড়ে সেন্টমার্টিনের একটা অংশ বিলিন হয়ে যাবে, সিডরের চাইতে ভয়াবহ হবে, ৯১ এর মত ঝড় হবে, ১২-১৪ ফুট পানির নিচে তলিয়ে যাবে’, তখন লোকজন ভয় পেয়ে বিষয়টায় মনোযোগ দিয়েছে। এটা হয়েছে গত বছরের সেই exaggeration বা অতিরঞ্জনের কারণে।
এর ফলে পরে যদি আসল বিপদের সময় পাত্তা না দেয়ার ফলে অনেক প্রাণহানী ও ক্ষতি হয়, তার জন্য দায়ী থাকবেন আপনারা যারা এখন অতিরঞ্জন করছেন।

ঝড় যখন সেন্টমার্টিন অতিক্রম করে মূল ভূ-খন্ডের দিকে যাচ্ছে, তখনকার দৃশ্য। সেন্টমার্টিন থেকে একজন আপলোড করেছে ৩০ মিনিট আগে।

সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমি ঝড় দেখছি দুইবার। একবার সেন্টমার্টিনে আরেকবার টেকনাফে বসে। ভয়ংকর সুন্দর শব্দটার প্রকৃত অর্থ তখন বুঝতে পেরেছিলাম।



আমার সাথে Nokia E90 ছিলো। অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। ছবি আর ভিডিওতে সেই সৌন্দর্য ধরা গেল না। পরে DSLR দিয়েও ব্যর্থ হলাম। ক্যামেরায় এই সৌন্দর্যের সিকিভাগও ধারন করা যায় না। যাদের এধরনের অভিজ্ঞতা আছে তারা নেটে সার্চ করে দেইখেন, বাস্তবে যা দেখেছিলেন তার কাছাকাছি কিছু পান কিনা। আমি পাইনি কখনো (কিছু আর্ট বাদে)। এই পোস্টের সাথে দেয়া ছবিটাও একটা আর্ট, নেট থেকে নামানো।

এই পোস্ট কেন দিলাম?

কারণ কিছু মিডিয়া খামোখাই রিপোর্ট করতেছে যে লোকজন কক্সবাজার গেছে ঝড় দেখতে। আর নেটিজেনরা তাদের বকতেছে। আমার মত দুই/চারজন হয়তো আছে ঐ দলে, কিন্তু সবাই ঝড় দেখতে গিয়েছে আমার সেরকম মনে হয় না। শুক্রবারে লোকজন এমনি কক্সবাজার যায়। এরা সুযোগ পেয়ে যদি ঝড় দেখতে বীচে যায়, তাদের আমি দোষ দিতে পারি না।

তবে এদের ভেতরে যারা আগামীকাল মূল ঝড়টা বীচে দাঁড়িয়ে দেখবে, তাদের ভেতরে কিছু পাগল সুযোগ পেলেই পরবর্তী কোন ঝড় দেখতে কক্সবাজার ছুটবে এতে কোন সন্দেহ নাই। যাদের এই অভিজ্ঞতা নেই, তাদের পক্ষে এই পাগলামি বুঝা সম্ভব না।

ঘূর্নিঝড়ের কেন্দ্র থেকে একটু দূরে সর্বোচ্চ ৫১ নট গতি দেখাচ্ছে। আজকে দুপুরেও যা ছিলো ১১৩ নট। ৫১ নট = ৫৮-৫৯ মাইল/ঘন্টা। এটা একটা গুড নিউজ!

আমরা একবার ট্রলারে করে ৩ নাম্বার বিপদ সংকেতের ভেতরে টেকনাফ থেকে সেন্টমার্টিন গিয়েছিলাম। আমাদের সাথে টেকনাফ থেকে একটা বড় শিপও রওনা দিয়েছিলো। নাফ নদীর মোহনায় গিয়ে সেটা ইউটার্ন নিয়ে টেকনাফ ফেরত যায়।

৩নং সংকেতেই সমুদ্রের যে রূপ দেখেছি, ৮ ও ১০ নং সংকেতে সেন্টমার্টিন থেকে লোকজনকে সরিয়ে নেয়া কিভাবে সম্ভব? কোন ভাবেই সম্ভব না!

আবহাওয়া ও সমুদ্র সম্পর্কে ধারণা না থাকায় হয়তো লোকজন এরকম দাবী করতেছে। যাদের ধারণা আছে, তাদের উচিত বিষয়টা অন্যদের বুঝানো।

আরেকটা আর্নিং এর অপশন বলে রাখি।

ক্যারিয়ার প্লাটফর্মটা (CareerSKiLLAI) রিলিজের পরপরই আমরা থিংকার কিডস রিলিজ দেব। থিংকার কিডস মূলত একটা প্যারেন্টিং ও বাচ্চাদের এডুকেশনের প্লাটফর্ম। বাচ্চাদের জন্য কনটেন্ট বানানোর আগ্রহ ও স্কিল যদি আপনার থাকে, তাহলে এখন থেকেই প্রিপারেশন নিতে পারেন।

কিডস প্লাটফর্মটায় আমরা সাবসক্রিপশন ফি রাখবো না। ওখানে ফ্রি কনটেন্টগুলোর পাশাপাশি পেইড কনটেন্টও থাকবে যা মূলত থার্ড পার্টিরা তৈরি করবে। আপনি সেই থার্ড পার্টির একজন হতে পারেন।

যে মাথামোটারা ইমরান খানরে গ্রেফতার করলো, তারা আসলে কী গেইন করলো? ইমরানের পপুলারিটি যেকোন সময়ের চাইতে তুঙ্গে এখন।

জব মার্কেটের চাইতে কালচারাল হেজমনির উপরে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের প্রভাব নিয়ে পশ্চিমারা বেশী চিন্তিত। সব ধ্বসে পড়বে!

Baby shark, doo doo doo doo You can use the magic touch!



সাইড ইনকাম নিয়ে ইনবক্সে এত লোক নক দিবে ভাবিনি। এত লোকের সাথে ইনবক্সে কথা চালিয়ে গেলে আমার আর কাজ করার সময় থাকবে না, তাছাড়া ফেসবুকেরও কিছু রেস্ট্রিকশন আছে। এই যেমন— দুইটা ম্যাসেজ আমি প্রায় সকলকেই কপি-পেস্ট করে পাঠিয়েছি। একই ম্যাসেজ বেশি পাঠালে ফেসবুকের এ.আই সেটাকে স্প্যাম হিসেবে গণ্য করে ব্লক করে অনেক সময়, তাই একটানা পাঠানোও যাচ্ছে না। ফলে, অনেক লোকরে এখনো রিপ্লাই দেয়া হয়নি। প্লাটফর্মটা রিলিজের পর আপনাদের সাথে আবার কথা বলবো। একটু ধৈর্য ধরেন প্লিজ।

আমরা মূলত চাচ্ছি সবাই নিজ নিজ ক্যারিয়ারের অভিজ্ঞতা দিয়ে অন্যদের হেল্প করতে। কিন্তু এরকম অনেক লোক আছেন যারা ঠিক জানেন না কেমন ধরনের কনটেন্ট বা সার্ভিস জেনারেট করতে পারেন (নিজেদের ক্যারিয়ারের বাইরে)। তাদেরকে একটা আইডিয়া দেই—

Productivity Tools নামে একটা সেকশন আছে আমাদের CareerSKiLLAI প্লাটফর্মে যেখানে সকলের জন্য Career ও AI রিলেটেড যত টুল আছে সেগুলোর বিষয়ে আমরা কনটেন্ট তৈরি করবো। এই যেমন টুলগুলো কী কাজে লাগে, কিভাবে কাজে লাগে এবং বিভিন্ন স্কিলের ডেভেলপে এগুলো কিভাবে ব্যবহার করা উচিত, এরকম। মোটামুটি কম্পিউটার লিটারেসি আছে এবং ইংরেজী মোটামুটি বুঝতে পারেন এরকম যেকেউই এধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন। আমরাও গাইডলাইন ও প্রয়োজনীয় রিসোর্সের লিংক দিয়ে আপনাদের হেল্প করবো। আপনাদের কাজ হচ্ছে এই টুলগুলোর উপরে বাংলায় কনটেন্ট তৈরি করা।

আরেকটা বিষয় হচ্ছে এধরনের সার্ভিস ও টুলসের সংখ্যা এখন জ্যামেতিক হারে বাড়তে শুরু করেছে, বিশেষ করে AI এনাবলড টুল। ফলে, কনটেন্ট বানিয়ে আপনি শেষ করতে পারবেন না। কাজ শুরু করে দিতে পারেন। নিজেদেরও কাজে লাগবে এই জ্ঞান।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি