সহজ জীবন - ১১

অন্যে আপনার ব্যাপারে কী ভাবে, সেটা তখনি ম্যাটার করে যখন অন্যের এই ভাবনাটা সঠিক বা সঠিকের কাছাকাছি হয়।

মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে। একজন ভাবলো আপনি ফকির। সে আপনারে ফকির ভাবতেছে দেখে আপনি তখন আর অফেন্ডেড হবেন না বরং মজা পাবেন। কিন্তু আপনি যদি আসলেই ফকির হয়ে থাকেন তখন আপনি রেগে যাবেন। কারণ, আপনার কোটি কোটি টাকা নাই কিন্তু নিজেরে কোটিপতি প্রমাণের জন্য নানা কাহিনী করতেছেন। ঐ লোক আপনারে ফকির বলায় আপনার এই এরেঞ্জমেন্ট হুমকির মুখে পড়ে যেতে পারে বলে আপনি ভাবতেছেন। আপনি বিপন্নবোধ করতেছেন। ফলে, আপনি এতে আপসেট হয়ে যাবেন।

একইভাবে আপনার জ্ঞানের অভাব থাকলে অন্যের বলা মূর্খ গালি শুনে রেগে যাবেন। আপনার সাহিত্য প্রতিভার অভাব থাকলে অন্যের সমালোচনায় মুষড়ে পড়বেন। আপনার বুদ্ধিশুদ্ধির অভাব থাকলে অন্যে বোকা বললে বা ভাবলে মন খারাপ করবেন। এরকম সকল ব্যাপারেই এটা খাটে।

পুনশ্চঃ আপনার কোন কিছুর অভাব থাকার পরেও যদি নিজেকে সেই বিষয়ে ধনী ভাবেন এবং অন্যরে পাত্তা না দেন, সেটা আবার ক্ষতিকর। আপনি কী, আপনার কী আছে এবং সেটার মূল্য কেমন, এই জ্ঞান থাকা জরুরী।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।