সহজ জীবন - ১০

ক্রিয়েটিভ আর ইনোভেটিভ হওয়ার জন্য-
- নিজের কাজকে ভালোবাসতে হবে।
- প্রতিযোগীতার মনোভাব থেকে মুক্ত থাকতে হবে।
- হীনমন্যতা মুক্ত হতে হবে (তাহলে অহংকারও কাজ করবে না)।
- হিংসা-বিদ্বেষ আপনার ভেতরে যত কম কাজ করবে, তত ভালো।
- কে আপনাকে নিয়ে কী ভাবছে, এই চিন্তা থেকে মুক্ত হতে হবে।
- অন্যের কোন কাজ কিংবা আচরণ আপনাকে যত কম প্রভাবিত করবে, তত ভালো।

এসব অর্জনের জন্য সবার আগে আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে। আত্মনির্ভরশীল আপনি দুইভাবে হতে পারেন।
১) প্রচুর উপার্জন করে,
২) চাহিদা কমিয়ে দিয়ে।
যেটা আপনার জন্য সুবিধাজনক হয়।

তবে, এধরনের মানুষকে লোকে অসামাজিক বলে। কিন্তু মজার ব্যপার হলো, এধরনের লোকদের সফলতা অর্জনের হার বেশী এবং সফল হওয়ার পর 'অসামাজিক' খেতাব দেয়া সমাজই আবার এদের পেছনে পেছনে ছোটে। তাই, সমাজরে এত পাত্তা দেয়ার কিছু নাই। নিজের কাজ করে যান।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।