এমপিসাব যখন ছুটো আছিলেন, একদিন গাঁজা খাইলেন বন্ধুদের পাল্লায় পইড়া। তারপর তো টেনশনে পড়ে গেলেন! বাবা যেই কড়া.. কী জানি হয়!
খুব সাবধানে বাসায় ফিরেও লাভ হলো না। বাবা জেগে আছে। কিন্তু কিছু বুঝতে পারে নাই মনে হলো, ভাত খাইতে কইলেন।
ছুটো এমপিসাব ভাত নিলেন। তরকারী নিলেন। ডালও নিলেন। তারপর সুন্দর করে ভাত খাচ্ছেন। নিশ্চই বাবা কিছু ধরতে পারে নাই ভেবে ভয়ে ভয়ে একবার বাবার দিকে তাকায়া দেখেন- বাবা কটমট চোখে তাকায়া আছে।
"হারামজাদা, প্লেট কৈ তোর?"
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।