এর আগে সিএনবিসির একটা রিপোর্টে বলা হয়েছিলো আগামী দশ বছরে ১ বিলিয়ন (১০০ কোটি) লোক জব হারাবে। আজকে bloomberg এর একটা রিপোর্টে বলেছে আগামী ২০ বছরের ভেতরে পৃথিবীর অর্ধেক জব নাই হয়ে যাবে। আর এটা হবে চতুর্থ শিল্প বিপ্লব (অটোমেশন/আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) এর কারণে।
তো, এই ভয়ানক ভবিষ্যতের জন্য আপনি প্রস্তুত তো? অর্ধকে জব নাই হয়ে গেলে কতটা যোগ্য হতে হবে বাদবাকী অর্ধেক জব পাওয়ার জন্য, ভাবুন!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।