আগামী কয়েক দশকের ভেতরে বেকার সমস্যা হবে পৃথিবীর প্রধানতম সমস্যা। বেকারদের যদি সরকারী ভাতা দিয়ে সন্তুষ্ট করা না যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে জনগন ভার্সেস রাষ্ট্র। আর এই দুর্যোগের দিনগুলোতে ভার্সিটিয়ান আপনাকে হেল্প করবে জব পেতে, বেটার ক্যারিয়ার গড়তে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।