সহজ জীবন - ৯ (মনোযোগ)
মনে করুন, মনোযোগ হচ্ছে একটা বালতি পাানি। আর আপনার জীবনটা হচ্ছে একটা বাগান যেখানে বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন ধরনের গাছ। যে গাছ যত পানি পাবে সেটা তত বড় হবে, তত বিস্তৃত হবে।
প্রতিদিন আপনাকে এক বালতি পানি দেয়া হয়। এই পানি আপনি কিভাবে বিতরন করছেন, তার উপরে নির্ভর করছে আপনার বাগানটা কেমন হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।