আমাদের দেশে একসময় শিক্ষার হার এত কম ছিলো যে, কারো সার্টিফিকেট থাকলেই তার চাকরি হয়ে যেত। আমাদের বেশীরভাগ অভিভাবক এখনো সেটাকেই বাস্তবতা ধরে নিয়ে শুধুমাত্র ভালো রেজাল্টের উপরে জোর দিচ্ছে। ফলে, শিক্ষার্থীদের উপরে এত বেশী প্রেসার পড়ে যাচ্ছে যে তারা ক্যারিয়ারের কথা ভাবার সময়ই পায় না। ফলে প্রতি বছর লাখ লাখ গ্রাজুয়েট বের হওয়ার পরেও একটা প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার মত যোগ্য লোক পাচ্ছে না। অতিরিক্ত বেতন দিয়ে বিদেশীদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠান চালাতে হচ্ছে।
এসবের অবসান হতে পারে যদি মানুষকে ক্যারিয়ার ও স্কিলের ব্যপারে সচেতন করা যায়। এজন্য একটা গ্রুপ করলাম। ওখানে ক্যারিয়ার নিয়ে আলোচনা, গাইডলাইন শেয়ার করা হবে। কেউ চাইলে নিজের প্রতিষ্ঠানের জন্য জব পোস্টিংও করতে পারবেন। লিংক কমেন্টে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।