সহজ জীবন - ৬

মানুষের ব্রেইন একটা বিরাট বড় বাগান। নতুন কোন বিষয়ে জ্ঞান অর্জন শুরু করলে নতুন একটা গাছ লাগানো হয় সেখানে। তারপর সেই বিষয়ে আপনি যতই জানবেন সেই গাছের ততই ডালপালা আর পাতা গজাতে থাকে। এই বৃক্ষগুলোর আবার যত্ন লাগে। জ্ঞান চর্চা যেটারে বলে। যত্নের অভাবে গাছ শুকিয়ে যায়, মরেও যায়। অপ্রয়োজনীয় ব্যাপারগুলো এখানে আগাছার মতন।

আপনার বাগানের কয়টা গাছ আছে? কোন গাছটা কত বড়? যত্নের অভাবে কোন গাছটা মারা যাচ্ছে না তো? আগাছা বেড়ে গেলে কিন্তু গাছ মারা যেতে পারে। একদমই গাছ না লাগালে আবার শুকিয়ে মরুভূমিও হয়ে যেতে পারে। বাগানটার যত্ন নিন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।