#প্যারেন্টিং - ৫
যেধরনের মন্তব্য আপনাকে নিয়ে কেউ করলে আপনার খারাপ লাগবে, আপনার বাচ্চাকে নিয়েও সেধরনের মন্তব্য করবেন না। আদর করেও না।
অনেকে বিনয়(!) দেখাতে গিয়ে অন্যের কাছে নিজের বাচ্চার সমালোচনা করেন। এটা করবেন না।                                                            
 
                                                                    
                                                                    কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।