কয়েকদিন আগে ChatGPT কিছু সময়ের জন্য ডাউন ছিলো। তারপর ওরা নতুন পেইড সাবসক্রাইবার নেয়া বন্ধ করে দিয়েছে। স্যামের মতে— নতুন যে ফিচারগুলো যুক্ত করা হয়েছে, এগুলো বর্তমান ক্যাপাসিটিতে চলার জন্য যথেষ্ঠ না। ইনভেস্টরদের সম্ভবত এটাই পছন্দ হয় নাই। আমি প্রায় শিওর তারা জানতে চাইছে যে, 'পেইড সাবস্ক্রাইবার বন্ধ হবে কেন, স্কেলিং হবে না কেন.. ব্লা ব্লা'। হয়তো একারণেই স্যাম অল্টম্যান আউট!
AI সার্ভিসগুলোর স্কেলিং সাধারণ সার্ভিসগুলোর মত না। এগুলো প্রচন্ড রিসোর্স হাংরি। কিন্তু ইনভেস্টরদের সেটা হয়তো বুঝানো যায়নি।

হ্যাশ ট্যাগঃ টেকি স্টার্টাপে নন-টেকি ইনভেস্টর নেয়ার বিপদ অনেক।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।