টাউন-সেন্টারের নিউজ ফিচারটা অর্ডিনারি নিউজ শেয়ারিং সার্ভিস না। এখানে আমরা দেশী-বিদেশী বড় বড় ঘটনাগুলোর সামারি, টাইমলাইন, নিউজ লিংক, সোশ্যাল মিডিয়ার আলাপ, ভিডিও/ডকুমেন্টরিসহ আপডেট করতে থাকবো। ফলে, এক পেজ থেকে আপনি সবকিছু জানতে পারবেন এবং আপডেটেড হতে পারবেন।
আগামী ১০ অক্টোবর থেকে নিয়মিত নিউজ/ইভেন্ট আপডেট শুরু হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।