পেপারফ্লাই বেশ ভালো সার্ভিস ছিলো। ২০০ কোটির উপরে ফান্ড রেইজ করেছে গত কয়েক বছরে। তারপরেও তাদের সার্ভিস বন্ধ হয়ে গেল। অনেকে অনেক কথা বলছে এটা নিয়ে।
পৃথিবীতে এধরনের ঘটনা কমন। ফেইলড স্টার্টাপ লিখে সার্চ দেন, অনেক আর্টিকেল গবেষণা ও বই পাবেন। পড়তে শুরু করলে দেখবেন কিছু কমন মিসটেক সকলেই করে। পেপারফ্লাইয়ের মিসটেকগুলোও কমন মিসটেক।
অনেকের ধারণা যত ফান্ডিং নেয়া যায় তত ভালো। মোটেও না! ফান্ডিং একদমই না নিয়ে যতদিন চালাতে পারবেন তত ভালো। আর প্রাইভেট এনটিটি বজায় রেখে যদি ইউনিকর্ন হতে পারেন, সেটার উপরে আর কিছু হতে পারে না। এত দ্রুত স্কেল আপ করতেই হবে কেন?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।