মেটার এই নতুন VR একটু আগে রিলিজ হলো। এই সংস্করণটা আসলেই ভালো করছে। স্যাডলি ডিসেম্বরের আগে আম্রিকা থেকে কেউ আসতেছে না। ১০ অক্টোবর রিলিজের সাথে সাথে পাওয়ার কোন উপায় থাকলে ভালো হতো।
আমি আরেকটা বিষয় ভাবতেছিলাম। এত পাওয়ারফুল চিপ দিয়ে এতকিছুসহ এটার দাম যদি মাত্র ৫০০ ডলার হয়, তাহলে স্মার্টফোনগুলোর দাম এত বেশী হয় কেন?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।