ফুড নিয়া ঘাঁটাঘাটি করতে গিয়ে দেখলাম ঢাকার চাইতে ঢাকার বাইরের জেলা শহরগুলোতে ফুডের দাম বেশী। চাঁদপুরে ৪০০ টাকায় যে বার্গার বিক্রি করে, ঢাকায় এটা ১৫০ টাকায় বেচলেও কেউ খাবে না।
ঢাকার বাইরে ফুডের দামের এই অবস্থা হওয়ার পেছনে কারণ খুঁজতে গিয়ে এখন পর্যন্ত যা পেলাম তা হচ্ছে- গ্রামের দিকে যেসব ফ্যামিলির লোক দেশের বাইরে চলে গিয়েছে এরা এসে শহর দখল করেছে। এরপর শহরের জমি খাবার বাড়িভাড়া সবকিছু ওভার প্রাইসে কনজিউম করা শুরু করেছে (যেহেতু হিসাব ছাড়া বিদেশী টাকা পাচ্ছে)।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।