অক্টোবরের ১০ তারিখে অফিশিয়ালি চালু করলেও অক্টোবরের ১ তারিখ থেকেই ঢাকা টাউন-সেন্টারে নিউজ আপডেট দেয়া শুরু করবো আমরা। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ন খবরের টিকার ও নিউজ পেপারগুলোর ব্যাক লিংক পাওয়া যাবে। নিউজপেপারগুলো চাইলে এখানে প্রতিনিধি নিয়োগ করতে পারবেন, আমরা আপনাদের একটা এডমিন প্যানেল দেব যেখানে নিউজ আপডেট করতে পারবেন। ফেসবুক পেজের মতই হবে বিষয়টা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।