কিছু অসাধু ফেসবুক পেজের কারণে অনলাইনে পোষাক বিক্রি করে যারা তাদের ক্ষতি হচ্ছে। গতকালকেও একটা শপ থেকে দুইটা ট্রাউজার অর্ডার করে রিটার্ন করতে হয়েছে। আমার নগদ লস হলো শিপিং এর ১০০ টাকা কিন্তু বড় লস হচ্ছে এরপর অন্য কোথাও অর্ডার না করার চিন্তা। অথচ, ভালো শপ তো আছে, তাদের মূল্যায়ণ করার কোন ম্যাকানিজম এদেশে এখনো নাই। টাউন-সেন্টার থেকে এধরনের ম্যাকানিজম আমরা দাঁড় করাবো। ভালোদের মূল্যায়ণ জরুরী।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।