ব্রেকফার্স্ট, লাঞ্চ আর ডিনারের মিল রেটের ডাটাবেস বানানোর চেষ্টা করছি আমরা। এই ডাটা ব্যাচেলরদের অনেক কাজে দিবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রাইস রেঞ্জের ভেতরে কোথায় সবচাইতে ভালো খাবার পাওয়া যায়, তার ডাটাবেস বানানো। ধরেন আপনি ১০০ টাকা লিখে সার্চ দিলেন আর ১০০ টাকার ভেতরে কোথায় কী মেনু অফার করছে জানতে পারলেন।
এই ডাটা ব্যাচেলর ছাড়াও ও ট্রাভেলারদের হেল্প করবে। কোন এলাকায় গিয়ে সেই এলাকার সবচাইতে কম খরচে সবচাইতে ভালো খাবারটা খুঁজে বের করতে পারবেন। টাউন-সেন্টার থেকে এই ডাটা একসেস করা যাবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।