হোস্টিং বিল না দিলে হোস্টিং বন্ধ করে দেয়া আইটি ইন্ড্রাস্ট্রিতে কমন প্রাকটিস। আমরা কখনো সিরিয়াসলি হোস্টিং বিজনেস করিনি তবে ক্লায়েন্টদের হোস্টিং এর জন্য সার্ভার পুষতে হয়। হোস্টিং বিল না দিলেও সাইট বন্ধ করি নাই কখনো। হোস্টিং বিল বাবদ এখনো প্রায় পাঁচ হাজার ডলার পাওনা জমে আছে পাবলিকের কাছে। স্যাডলি এরা সকলেই বাঙালি ক্লায়েন্ট।
সর্বশেষ অভিজ্ঞতা হয়েছে কয়েক মাস আগে। আমেরিকান এক বাঙালি ব্যবসায়ী, ভার্জিনিয়াতে গ্রোসারী শপের ব্যবসা করেন। ই-কমার্স ডেভেলপ করে দিয়েছিলাম। ১৭৫ ডলারের হোস্টিং বিল বাকী, ম্যাসেজ দিলে সীনও দেয় না। হোস্টিং ব্লক করে দিয়ে সহজেই এই টাকা আদায় করা যায়। করি না।
কনটেক্সটঃ হোস্টিং বিল পরিশোধ না করায় নাকি এক নিউজ পোর্টালের সাইট বন্ধ করে দিয়েছে ভারতীয় কোম্পানী। এই প্রেক্ষাপটে একটু দুঃখের আলাপ করলাম আরকি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।