দেখেন, ভারত যদি আমাদের প্রতি এত বৈরি না হতো এবং আমাদেরকে তাদের শত্রুতে পরিনত না করতো, আমরা তাদেরকে এই ইস্যুতে সাহায্য করতে পারতাম। এই নিউজ দেখে যে বাংলাদেশীদের এত আনন্দ হচ্ছে, সেটা ঘটতো না।
বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারনেই ভারতের উচিত ছিলো আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা। তারা উলটা আমাদেরকে শত্রুতে পরিনত করেছে। এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে সামনে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।