এই স্ক্রিনশটের ঘটনা সত্য কিনা জানি না। তবে এরকম হয়ে থাকলে তারচাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। প্রতিবেশীরে অভুক্ত রেখে ইবাদত যে কবুল হয় না, এই তথ্য কারো জানা থাকলে এরকম তো হওয়ার কথা না। তাছাড়া, যাদের কোরবানী দেয়ার সামর্থ্য আছে তাদের সারাবছর গরু গোশত কিনে খাওয়ার সামর্থ্যও থাকার কথা।
আপনার সামর্থ্যবান আত্মীদের গোশত না পাঠিয়ে গরীব আত্মীয় ও প্রতিবেশীদের আগে পাঠান। এটাই ইসলামের নির্দেশ।

আর যদি ইসলামের থোড়াই কেয়ার করেন এবং কোরবানী দিয়ে থাকেন লোক দেখানোর জন্য, তাহলেও গোশত ফ্রিজারে না জমিয়ে বিলিয়ে দিতে পারেন। বেশীদিন ফ্রিজারে রাখা খাবার কিন্তু লিভার ড্যামেজ থেকে শুরু করে ক্যান্সারেরও কারণ হতে পারে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।