বড় একটা স্ক্রিনে এই ভিডিওটা (শব্দসহ) ছেড়ে কিছুক্ষন বসে থাকার পর আপনার মনে হতে পারে সত্যি সত্যি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আপনি ওখানে বসে আছেন। খুবই রিলাক্সিং.... রুম অন্ধকার করে নিলে আরো ভালো কাজ করে। নিচে এধরনের কয়েকটি ভিডিওর লিংক শেয়ার করা হলো-
1. Cozy Balcony | With the Sound of Heavy Rain
2. Cozy Treehouse - Tropical Rainforest Ambience
3. More Calm When Immersing in Balcony Ambience with Heavy Rain
4. Goodbye Insomnia with Heavy Rain Sounds for Sleeping
5. Best for work mood
6. 1 Hour Rain and Thunder Sounds For a Peaceful and Relaxing Sleep
7. Rain sounds to overcome all chaos
8. HEAVY RAIN on Tin Roof to Sleep
9. Work Mood : Fresh air & Rain sound
10. Another Work-mood rain ambient sound - Rainsounds falling on the deck
11. Thunder and heavy rain on the road at dawn when no one is there
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।