এক সময় বাংলা সিনেমা দেখে গ্রামের পোলাপান ভাবতো— ঢাকা বুঝি এরকমই! এখনো এই অবস্থা আছে কিনা জানি না তবে তবে বাংলাদেশের অনেক পাবলিক এখনো ওয়েস্ট্রান সিনেমা দেখে ভাবে ইউরোপ-আমেরিকা বুঝি এরকমই! একটা পোস্ট পড়ার পর মনে হইলো কথাটা। সেই পোস্টের লিংক।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।