সমুদ্রের রিপ কারেন্ট বা উল্টো স্রোতে পড়লে প্যানিকড হওয়া যাবে না। এধরনের স্রোতের বিপরীতে সাঁতার কাটা অসম্ভব। তাই তীরের দিকে সাঁতার না কেটে সমুদ্র তীরের সাথে সমান্তরালভাবে সাঁতার কাটতে থাকলে রিপ কারেন্ট থেকে বের হওয়ার সম্ভব।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উত্তর-পূর্বকোণের সৈকতে প্রায়ই ‘রিপ কারেন্ট’ দেখা যায়।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।