এই স্ক্রিনশটের শেষের কমেন্টটা দেখেন। এটা এখন এদেশের অলমোস্ট সকল শিক্ষার্থীদের মনের ভাবনা। মেধা পাচারের সর্বোচ্চ চুড়ায় আছি আমরা।

এই ধরনের চিন্তার জন্য আমি তাদেরকে দোষ দিতে চাই না, পরিস্থিতি সেরকমই। কিন্তু, এই অবস্থার পরিবর্তন করা না গেলে এদেশের ভবিষ্যত অন্ধকার!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।