যারা কমেন্টে ও ইনবক্সে ক্যারিয়ার সাজেশন চাচ্ছেন তাদের জন্য এই পোস্ট-

প্রথমত, আপনার ডিটেইল না জেনে আপনার জন্য কোন ধরনের ক্যারিয়ার সুইটেবল হবে, এটা বলা যায় না। বলা ঠিকও হবে না কারণ সবার জন্য তো সব ক্যারিয়ার না।

দ্বিতীয়ত, আমি নিজেও যে সব ধরনের ক্যারিয়ার সম্পর্কে জানি, এমন তো না। বেসিক কিছু গাইডলাইন আমরা তৈরি করতে পারবো, যদি বিভিন্ন পেশার লোকজনকে একত্র করতে পারি। থিংকার ক্লাউড থেকে আমরা সেটাই করতে যাচ্ছি। ওখানে vAi নামে একটা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সও আমরা ডেভেলপ করতেছি যে আপনাদের গাইড করতে পারবে। এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

তৃতীয়ত, আমার পক্ষে তো সারাদিন ফেসবুকে বসে থাকা সম্ভব না। আপনারা যারা ম্যাসেজ দিয়ে সাথে সাথে জবাব না পেয়ে রাগ করেন (অনেকে সিনই দেন না আর, কেউ কেউ ম্যাসেজ আনসেন্টও করেন), তাদের বুঝতে হবে যে সবাই আপনার মত সারাক্ষন ফেসবুকে বসে থাকে না আপনার ম্যাসেজের জবাব দেয়ার জন্য। তাছাড়া, যাদের এই লেভেলের হীনমন্যতা আছে তারা আগে এর থেকে বের হয়ে আসেন। নয়তো কোন ক্যারিয়ারেই ভালো করতে পারবে না।

এর বাইরে যেটা বলতে পারি— টাউন-সেন্টার থেকে আমরা বড় ধরনের একটা ই-কমার্স প্লাটফর্ম নিয়ে আসতেছি কিছুদিন পর। আপনার যদি ই-কমার্স নিয়ে আগ্রহ থাকে; ইনবক্সে সেটা উল্লেখ করে দিয়েন আপনার এলাকার নাম ও মোবাইল নাম্বারসহ। সময় করে আমরা নিজেরাই আপনাদের সাথে যোগাযোগ করবো। আমরা এখন ৬৪ জেলায় টাউন-সেন্টার বানাতে ব্যস্ত। এই নেটওয়ার্ক হয়ে গেলেই আমরা ই-কমার্সের বিষয়টা নিয়ে কাজ শুরু করবো।

আরেকটা ব্যাপার। ইনবক্সে হ্যালো বা কেমন আছেন টাইপ ম্যাসেজ না দিয়ে যা বলতে চান সরাসরি বলা ভালো। আমার কাছে কোন ধরনের সাহায্য চাওয়ার জন্য ফর্মালিটির দরকার নাই।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।