আপনারা যারা এখানে জয় দেখতেছেন, সেটা আসলে জয় না। আপনাদের নৈতিক পরাজয়। দু’টো প্রতিষ্ঠান থেকেই যদি হিসাব চাইতেন, তাহলে সেটা জয় হতো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।