বাংলাদেশে শুধুমাত্র লেখক হয়ে জীবন চালানো সম্ভব হয় না বা সেই পরিবেশ তৈরি হয়নি এখনো।

মুখস্ত-বিদ্যা আর সার্টিফিকেট নির্ভর জব মার্কেট এর জন্য অনেকটা দায়ী। জানা ও শেখার দরকার মনে করে না অধিকাংশ লোকে। সামনে এই অবস্থার পরিবর্তন হবে যখন সার্টিফিকেট নির্ভর জব মার্কেট কলাপস করবে এবং সেই সাথে প্রচলিত শিক্ষা-ব্যবস্থা।

এছাড়াও বইয়ের নতুন ফরম্যাট লাগবে। নন-ফিকশনের ক্ষেত্রে প্রচলিত বই সামনে অচল হয়ে যাবে।

আমি Book 4.0 নামে একটা নতুন বইয়ের ফরম্যাট দাঁড় করাচ্ছি যেখানে একটা বই লিখেই একজন লেখক/গবেষক পুরো জীবনের জীবিকা অর্জন করতে পারবে। থিংকার ক্লাউড থেকে এই সেবা শুরু হবে। এবছরের ভেতরেই ত্রিভুজ ডট নেট থেকে প্যারেন্টিং টপিকে এর একটা পাইলটিং দেখাতে পারবো আশা করতেছি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।