প্রাইভেসী কনসার্ন দেখিয়ে ইটালি ChatGPT ব্যান করে দিয়েছে। ইটালির দেখাদেখি আইরিশরাও ব্যান করার কথা ভাবছে। ইউরোপিয়ান বাকী দেশগুলো ওদের ডাটা প্রাইভেসি রেগুলেশনে ChatGPT-রে আটকে দিতে পারে চাইলে। দিবে কিনা সেটাই দেখার বিষয় এখন। ঐদিকে চায়না, রাশিয়া, ইরান ও নর্থ কোরিয়াতেও ChatGPT ব্যানড।
প্রাইভেসি কনসার্ন দেখালেও মূলত জব মার্কেটের প্রতি থ্রেট বিবেচনা করে এই ব্যান কার্যকর করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকদিন আগেই ChatGPT-র কারণে ৩০০ মিলিয়ন (৩০ কোটি) লোক জব হারানোর আশঙ্কা প্রকাশ করে রিপোর্ট এসেছিলো।

আমি ভাবছি অন্য একটা ব্যাপার। ধরেন কিছু দেশ ব্যান করলো বাকীরা করলো না। সেক্ষেত্রে যেসব দেশে ব্যান হবে না, এসব দেশের টেক স্টার্টাপগুলো OpenAi এর API ব্যবহার করে যেসব Ai সাপোর্টেড অ্যাপ ও সার্ভিস ডেভেলপ করবে, সেগুলো তো ঠেকাতে পারবে না তারা; বরং টেকনোলজিতে পিছিয়ে পড়বে দিনে দিনে। পুরো পৃথিবীতে একসাথে আটকানো না গেলে এর প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।