নূহ (আঃ) বলতেছিলেন প্লাবন আসতেছে। লোকে হাসাহাসি শুরু করলো। তিনি প্লাবন আসতেছে বলেই থেমে থাকেন নাই, সার্ভাইব করার জন্য নৌকা বানানো শুরু করেছিলেন।
এই নৌকা বানানো শুরু করাটাই সবচাইতে জরুরী কাজ।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।