প্রিমিয়াম একাউন্ট থাকলে scribd-এ Snapshots নামে একটা চমৎকার ফিচার একসেস করতে পারবেন। এতে ২০০-৩০০ পৃষ্ঠার একটা বইয়ের দশ থেকে পনের মিনিটের সামারি অডিও পাওয়া যায়। গত তিন বছরে এখান থেকে আমি প্রায় ২০০ বইয়ের স্ন্যাপশট শুনে পরে ডিসাইড করেছি মূল বইটা পড়বো কি পড়বো না। আরো ভালো ব্যাপার হচ্ছে সেই বইয়ের মূল কপিও ওখানে পড়া যায়। খুবই কাজের একটা জিনিষ।

এই তিন বছরে আমি মাত্র তিন মাসে ৯ ডলার করে ২৭ ডলার পে করেছি। বাকী মাসগুলো পেয়েছি লোকজন আমার রেফারেল লিংক থেকে একাউন্ট করায়। এমনিতে আপনি ওখানে জয়েন করলে ১ মাসের ফ্রি প্রিমিয়াম একাউন্ট পাবেন, কিন্তু আমার রেফারেল থেকে জয়েন করলে দুই মাসের জন্য ফ্রি। সাথে আমিও এক মাস ফ্রি পাবো। লিংক এখানে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।