বোরিং লাগলে আঁকিবুকি হেল্প করে মাঝে মাঝে। এছাড়াও হোয়াইট বোর্ডের তো আরো অনেক কাজ আছে। এইসব কারণেই একটা হোয়াইট বোর্ড ব্যবহার করি। এটা একটা ওপেনসোর্স টুল। ব্যবহার করার জন্য এখানে ক্লিক করুন। শুধুমাত্র কম্পিউটারে ব্যবহারযোগ্য।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।