স্টিকি নোট, টু-ডু লিস্ট, ক্যালকুলেটর, এনালগ ক্লক ও ক্যালেন্ডার। এই কয়েকটা জিনিষ আমি প্রতিদিন ব্যবহার করি। তাই আমার এক স্টুডেন্ট ও Thinkr Cloud এর ইন্টার্ন Sazid Mostafiz আমার জন্য নোট, টুডু ও ক্যালকুলেটরের ওয়েব ভার্সন বানিয়ে পাঠিয়েছে। এই টুলগুলোরে একটু পলিশ করে একটা পেজে জুড়ে দিলাম।



সাথে ক্যালেন্ডার ও এনালগ ক্লকও যোগ করলাম। এই টুলগুলোর একটা বিশেষত্ব হচ্ছে ডাটা ক্লায়েন্ট সাইডে সংরক্ষিত হয়, আমাদের সার্ভারে পাঠায় না। ফলে, কোন প্রাইভেসী ইস্যু নাই।

টাউন-সেন্টার থেকে এই টুলগুলো সকলের ব্যবহারের উন্মুক্ত করে দেব রাতে। আগ্রহীরা Town-Center.net পেজে চোখ রাখতে পারেন, ওখানে আপডেট দেয়া হবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।