মাসখানেক আগে দুইজনরে দায়িত্ব দিয়েছিলাম টাউন-সেন্টারের জন্য যারা এপ্লিকেশন করেছে তাদের সাথে ফোনে যোগাযোগ করতে। প্রায় শ'খানেক লোকের সাথে কথা বলার পর দুইজন টায়ার্ড হয়ে বলে- ভাইয়া, টাউন-সেন্টার রিলিজ না হওয়া পর্যন্ত কথা বলা কঠিন। অনেক এক্সপ্লেইন করতে হয়। আবার বুঝানোও কঠিন। তাই রিলিজের পর যোগাযোগ শুরু করার পরিকল্পনা নিয়ে আমরা যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম।
কিন্তু এর মাঝে আবার টাউন-সেন্টারের নেটওয়ার্কিং পদ্ধতি পরিবর্তন করে ফেলি। প্রথমে ভেবেছিলাম একটা একটা করে জেলায় যাবো আর সেখানে টাউন-সেন্টার ওপেন করবো। কিন্তু পরে দেখলাম এভাবে আসলে প্রায় দেড় বছর লেগে যাবে। তারচাইতে আগে লোকজন সেট করে টাউন-সেন্টার ওপেন করে পরে ভিজিট করা ভালো। এতে এবছরের ভেতরেই আমরা ৬৪ জেলায় শুরু করে দিতে পারবো।
এরপর দু'টো জেলার টীম তৈরি হওয়ার পর দেখা গেল ওদের রেফারেন্সেই অন্য জেলাগুলোতে লোকজন পেয়ে যাচ্ছি। ফলে যারা এপ্লিকেশন করেছিলেন, তাদের সাথে আর যোগাযোগ করা হয়নি। কিন্তু, যারা কষ্ট করে এপ্লিকেশন করেছেন তাদের সাথে যদি একবারো যোগাযোগ করা না হয় তাহলে তাদেরকে অসম্মান করা হয় ভেবে আজকে আমি নিজে কল করা শুরু করেছি। সকাল থেকে এখন পর্যন্ত ৪৪ জনের সাথে কথা বললাম। অভিজ্ঞতা ইন্টারেস্টিং...!
আচ্ছা যে জন্য এই গরু রচনা। আপনারা যারা এপ্লিকেশন করেছিলেন তাদের ভেতরে যাদের চোখে এই লেখাটা পড়বে তারা যদি কষ্ট করে ইনবক্সে একটু টোকা দিতেন, তাহলে ফোন করে আপনাদের মূল্যবান সময় নিতে হতো না। এই ফেব্রুয়ারি থেকেই আমরা ডেপ্লয় শুরু করছি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।