প্রথম খন্ড পড়েছিলাম। দুই খন্ড একত্রে কিনলাম এবার। এত ব্যস্ততার ভেতরেও প্রতিদিন এক ঘন্টা বরাদ্দ করলাম। তবে শুরু করার পর কী হবে বলতে পারছি না।

চমৎকার বাঁধাই, মলাট ও ছাপার জন্য গার্ডিয়ান পাবলিকেশন্স রে প্রথমেই ধন্যবাদ। আর Kai Kaus, আপনার ব্যাপারে বলার কিছু নেই। বাংলার ইতিহাস পালন করুক সেই দায়িত্ব।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।