ভূমিকম্পে সিরিয়া আর তুরস্কে বিশাল বিশাল বিল্ডি যেভাবে ধ্বসে পড়তে দেখলাম, ভয়াবহ! এখন পর্যন্ত দুই হাজার লোকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। খুবই দুঃখজনক!
Image source: Guardian News
সকল সায়েন্টিফিক ফ্যাক্ট ও ডাটা বলে ঢাকায় যেকোন সময় এধরনের বড় একটা ভূমিকম্প হবে। আরো এক যুগ আগে থেকেই আমরা এই ঝুঁকির ভেতরে আছি এবং একটা বড় ভূমিকম্প না হওয়া পর্যন্ত এই ঝুঁকি কাটবে না। বরং যত দেরিতে হবে টেকটনিক প্লেটের টেনশন তত বাড়বে এবং ভূমিকম্পটা তত মারাত্বক হবে। এরকম বড় মাপের ভূমিকম্পে ঢাকার অর্ধেকের বেশী বিল্ডিং টার্কি ও সিরিয়ার বিল্ডিংগুলোর মত ধ্বসে পড়বে এবং তাতে এক কোটি লোক মারা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিছু লোক মারা যাবে ইনস্ট্যান্ট, বাকীরা আফটার ইফেক্টে। বিশেষ করে আগুন ও অন্যসব সমস্যার কারণে। এরপর ঢাকারে রিকোভার করা পুরোপুরি অসম্ভব হয়ে যাবে। অন্তত আগামী একশ বছরেও এই শহর রিভাইব করা সম্ভব হবে না। আমরা একটা এটম বম্বের উপরে বাস করছি। কিন্তু, কোথাও কোন প্রস্তুতি বা কিছু নেই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।