এখানে যারা হাহা দিচ্ছেন, তারা কেন দিচ্ছেন? ঊনারে যেজন্য অপছন্দ করেন সেটা নিয়েই তো বললেন এখানে। এই পোস্টে হাহা দিলে তাসলিমা নাসরিনরে অপছন্দ করার পেছনে আপনার কোন কারণ তো থাকে না আর!
আপনি বলতে পারেন যে উনি অমূলক অভিযোগ করছেন। আমার কাছে অমূলক মনে হয় না। আমাদের ক্রিকেটার মোস্তাফিজরে ভারতে আপারেশন করার পর থেকে তার সেই ন্যাচারাল বোলিং যে হারিয়ে গেল, এটা আপনারা খেয়াল করেন নাই কেউ?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।