ইতিহাসের একই ঘটনা বা ইভেন্ট নিয়া যত রকমের বয়ান আছে, যত বইয়ে যত তথ্য আছে, সব যদি একসাথে পাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয়? মানে, এক পেজেই সবগুলো তথ্য (পক্ষে/বিপক্ষে) পাওয়া গেল।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।